মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ওএমএস খাতে আটা বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। রবিবার জেলা খাদ্য বিভাগ বিশেষ ওএমএস এই দোকান স্থাপন করে।
জেলা প্রশাসক সায়লা ফারজানা এর উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহ. হারুন-অর-রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এইচএম রকিব হায়দার ও জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ফরহাদ খন্দকার প্রমুখ। জানা গেছে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণের বিশেষ ওএমএস দোকান থেকে জনসাধারণ রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অফিস চলাকালীন সময় আটা কিনতে পারবেন। এখানে ১৮ টাকা কেজি দরে আটা মিলবে। প্রসঙ্গতঃ মুন্সীগঞ্জ পৌরসভার আরো ১০টি স্থানে ওএমএস খাতে আটা বিক্রির কার্যক্রম চলমান রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস